বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় গণহত্যা দিবস পালিত

কয়রায় গণহত্যা দিবস পালিত

কয়রা (খুলনা), ২৫ মার্চ, এবিনিউজ : উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের উপর পাকিস্থান হানাদার বাহিনী যে বর্বর গণহত্যা চালিয়েছিল তার স্মরণে এ বছর ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এনামুল হক।

আরো বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ এ্যাড. কেরামত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক ছাত্র ছাত্রী সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এছাড়া খানসাহেব কোমর উদ্দিন মহাবিদ্যালয়ের অডিটরিয়ামে সকাল ৯টায় গণহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. চয়ন কুমার রায়।

বক্তব্য দেন অধ্যাপক সুকুমার বাছাড়, ভবতোষ রপ্তান, মো. হাফিজুল হক, মো. মনিরুজ্জামান, দেবপ্রসাদ মন্ডল, জিবি সদস্য কৃষ্ণপদ সরকার, মনিরুল ইসলামসহ শিক্ষার্থীরা।

আলোচনা শেষে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার অগণিত বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুরূপ মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মিলনী মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যলয়, গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়, শাকবাড়িয়া কলেজিয়েট স্কুল, উত্তরচক কামিল মাদরাসা, কালনা আমিনীয়া ফাজিল মাদরাসা, সিদ্দিকীয়া ফাজিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এবিএন/শাহীন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত