শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে হায়নার অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী

তিতাসে হায়নার অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী

কুমিল্লা, ২৪ মার্চ, এবিনিউজ : হায়নার অত্যাচারে অতিষ্ট হয়ে পরেছে কুমিল্লার তিতাস উপজেলার কাউরিয়ারচর গ্রামের জনগন। আতঙ্গে এখন গ্রামের লোকজন সন্ধ্যার পর বাড়ি থেকে বের হচ্ছে না। সমস্যা নিরশনে সকলের সহযোগাতা কামনা করছেন গ্রামবাসী।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, বেশ কয়েকদিন যাবত তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের কাউরিয়ারচর গ্রামের লোকজন সন্ধ্যার পর ইরি ধান চাষের জন্য জমিনে কাজে করতে গেলে হঠাৎ (শিকাল-কুকুরের আকৃতির) একটি বন্যা প্রার্ণী তাদের উপর আক্রমন চালায়। প্রাণ বাঁচারে তারা দৌড়ি পালিয়ে বাঁচে। প্রথমে সকলে বিষয়টিকে জিনের আক্রমণ মনে করলেও ধিরে ধিরে প্রতিয়মান হয় যে একটি বন্য প্রার্ণী হায়নার আক্রমণ।

কাউরিয়ারচ গ্রামের রৌশন আলী (৫০), রোশন আলীর পুত্র আলিনুর (৩৫), চরন আলীর পুত্র মো: হানিফ (৪৫) গতকাল সন্ধ্যায় ইরি জমিতে কাজ করতে গেলে হঠাৎ আলিনুরকে পিছন থেকে হায়না আক্রমণ করে। পাশে থাকা দুইজন শত চেষ্টা করে তাদে উদ্ধার করে প্রাণে বাঁচিয়ে নিয়ে আছে। একই ঘটনা ঘটে একই গ্রামের মাদবর আলী (৫৫) এবং তার পুত্রের এর সাথে। এছাড়াও গ্রামের আরো অনেক লোক হায়নার আক্রমনের শিকার হন।

এ ঘটনায় স্থানীয়রা রাতে টর্চ লাইট ও লাঠি ছোটা নিয়ে বের হলে তারা হানা দেখতে পান। এমতাবস্থায় ওই এলাকায় হায়না আতঙ্ক চলছে।

এ বিষয়ে হায়নার আক্রমণের শিকার রৌশন আলী ও মাদবর আলী জানান, বর্তমানে ইরি চাষের সময় চলছে আমরা প্রতিবারের মত ইরি জমিতে দিন-রাত কাজ করছি কিন্তু হঠাৎ কিছুদিন যাবত সন্ধ্যার পর কাউরিয়ারচর এ ঘটনায় আমরা আতঙ্কিত। প্রথমে আমরা বিষয়টিকে জিনের আক্রমণ মনে করি। পরে প্রতিয়মান হয় যে জিন হলেত আর একসাথে কয়েকজন জিনকে দেখত না।

এ বিষয়ে খালেবাড়ী গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার জাহাঙ্গীর আলম সরকার বলেন, প্রথমে বিষয়টি সকলে জিন মনে করলেও একটি জি¦ন নয়। এটি বন্য প্রাণী হয়না। এখনি এই হায়না তারাতে না পারলে বড় ধরনের আক্রমণ হতে পারে।

এ বিষয়ে বিল্লাহ হোসেন জানান, আমরা এখন প্রতিদিন সন্ধ্যার পর হায়না পাহাড়া দেই।

এবিএন/শাকিল মোল্লা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত