সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

দিনাজপুরে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুরে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) , ২৫ মার্চ, এবিনিউজ : দিনাজপুর চেম্বার ভবনের হলরুমে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দিনাজপুর জেলা শাখার আয়োজনে গত আজ রোববার জাতীয় বাজেট (২০১৮-২০১৯) দিনাজপুর জেলার উন্নয়নে বাজেট চাই শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

“সবার জন্য বাজেট-সবাই মিলে বাজেট” এই শ্লোগানকে সামনে রেখে গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মোঃ মোজাফ্ফর হোসেন। বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন নির্বাহী সদস্য শহিদুল ইসলাম সহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন। মুক্ত আলোচনা অংশ নেন পৌর কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, মাস্তুরা বেগম পুতুল, ইউপি সদস্য আফসার আলী, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান দেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে মালদাত্তা অমলের নিয়মে বাজেট প্রণয়ন করা হচ্ছে। এই নিয়ম পরিবর্তন করতে হবে। নিজ নিজ জেলায় জেলা ভিত্তিক বাজেট করতে পারলে এলাকার উন্নয়ন সম্ভব। আমরা চাই বাজেট হোক উন্মুক্ত এবং সবার জন্য গণতান্ত্রিক বাজেট। আমরা দিনাজপুরের ইস্যুগুলো প্রাধান্য দিয়ে জেলা ভিত্তিক বাজেট করতে চাই। খাত অনুযায়ী জেলায় বরাদ্দ দিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারা বাজেট গঠন করার সুযোগ প্রদান করতে হবে।

এবিএন/মো: আফজাল হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত