![ফুলবাড়ীয়ায় সড়ক দুর্ঘনায় একই পরিবারের ৪ জন অাহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/road-accident3_132002.jpg)
ফুলবাড়ীয়া( ময়মনসিংহ), ২৫ মার্চ, এবিনিউজ : ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের লক্ষীপুর নামক স্থানে সি এনজি ও লড়ীর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে।
অাহতরা হলেন প্রতাভ চন্দ্র দাস (৪৫),পবিত্র চন্দ্র দাস (১৫),প্রশান্ত চন্দ্র দাস (৮),নির্মলা দাস (৭০)।
অাহতরা সকালে শিবগঞ্জ হাটকালীর বাজার হইতে ময়মনসিংহের বেগুনবাড়ী নামক স্থানে অষ্টমীর স্নান করতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/নির্ঝর