![সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের রণাঙ্গনের গল্প শোনালেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/sirajgoang_abnews24 copy_132003.jpg)
সিরাজগঞ্জ, ২৫ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনালেন মুক্তিযোদ্ধারা। মানব সভ্যতার ইতিহাসের কলঙ্কিত দিন ২৫ মার্চের কথাগুলো শিক্ষর্থীদের শোনান মুক্তিযোদ্ধারা। সেই দিনের কালরাতের কথা মনে পড়লেই তাদের গা শিউরে ওঠে বলে জানান। আজ রবিবার দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের ঘটনাবলি ও চূড়ান্ত বিজয় অর্জনে নিজেদের অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের শোনালেন ৫ বীর মুক্তিযোদ্ধা।
এ সময় স্কুল ম্যানেজিং কমিটি ওই ৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুল হক, গাজী আব্দুল কুদ্দুস সরকার, গাজী এস.এইচ রফিকুল ইসলাম ও গাজী আতাউর রহমান (ফারুক)।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আলী হোসেন মল্লিক, প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, সিনিয়র শিক্ষক আ. ছালাম, শেখ ফরিদুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএনএস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা