![নাসিরনগরে জুয়ার প্রতিবাদ করায় প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/abnews-24.bbb_132005.jpg)
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৫ মার্চ, এবিনিউজ : জেলার নাসিরনগরের ফান্দাউক যেন অপরাধ জগতের এক বড় উদাহরন। বহুল আলোচিত ইয়াবা সম্রাট জাকির হোসেনের আস্তানায় যৌথ বাহিনী কতৃর্ক ২২ মার্চ ২০১৮ রোজ বৃহস্পতিবার বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ মাদক সামগ্রী উদ্ধারের পর এই সব মাদক, চোরাচালান ও অপকর্মের বিরুদ্ধে মুখ খুলছেন সাধারই জনগণ।
ফান্দাউকের বিভিন্ন স্থানে মোঃ মাছুম মিয়া, পিং-পেরু ডাকাত,এনাম খাঁ,পিং -আঞ্জব আলী,তায়েব মিয়া,পিং- ওয়াব আলী, ছেনু মিয়া,পিং- জিতু মিয়া,ইয়াদ আলী, পিং- আছন আলী, লেচু মিয়া,পিং-ছায়েদ মিয়া গং রা প্রকাশ্যে জুয়া,গাজা বিক্রি,চুরি,ডাকাতি সহ বিভিন্ন অপ কর্ম করে আসছিলো।তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। দীর্ঘদিন ধরে এই সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে ফান্দাউক যুব লীগের সভাপতি ও প্রতিবাদী তরুন জানে আলম সায়েম ভূইয়া।
তখনই উপরোল্লেখিত অপরাধ চক্রের হোতাগন ২৪ মার্চ শনিবার ফান্দাউক বাজার সংলগ্ন যুব লীগ সভাপতির ব্যাবসায়িক প্রতিষ্ঠানের সামনে এক জোট হয়ে তাকে প্রকাশ্য অকথ্য ভাষায় গালি গালাজ ও প্রান নাশের হুমকি প্রদান করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এমতবস্থায় যুবলীগ সভাপতি জানে আলম সায়েম ভূইয়া ও তার পরিবার সন্ত্রাসীদের ভয়ে চরম নিরপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ভবিষ্যৎ নিরপত্তার কথা চিন্তা করে নাসিরনগর থানায় একটি সাধারই ডায়েরী করে। যাহার নং-৭৮১ তারিখ ২৪ মার্চ ২০১৮ দায়ের করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর এর সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা