শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুন্দরগঞ্জে জমি নিয়ে মারামারিতে আহত ৫

সুন্দরগঞ্জে জমি নিয়ে মারামারিতে আহত ৫

সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ২৫ মার্চ, এবিনিউজ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামে জমি-জমা নিয়ে মারামারিতে অন্তঃস্বত্বা নারীসহ ৫ জন আহত হয়েছে। জানা গেছে, উক্ত গ্রামের শহিদার রহমানের স্ত্রী রাজেকা বেগমের সাথে প্রতিবেশি মৃত আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলামের ৪৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত ২৩ মার্চ জাহিদুল তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাজেকার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে রোপনকৃত বোরো ধান ক্ষেত ও গাছপালা উপড়ে ফেলে তছনছ করে। এতে রাজেকার লোকজন বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে অন্তঃস্বত্বা নারীসহ ৫ জন আহত হয়। আহরা হলেন- রাজেকা, শহিদার রহমান, গোলাম মাওলা, অন্তঃস্বত্বা গোলেনুর ও লায়লা বেগম। তারা স্থানীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

এবিএন/শাহ মো. রেদওয়ানুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত