![গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/abnews-24.bbbbbbbbb_132015.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ২৫ মার্চ, এবিনিউজ: গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন। ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ,গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার,মুক্তিযোদ্ধার কমান্ডার নূরুল ইসলাম আজাদ ,আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু , যুগ্ন-সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপির চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপির চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রাফিউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ছাবের আলী প্রমূখ।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা