রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

দেবহাটায় জাতীয় গনহত্যা দিবসে আলোচনা সভা

দেবহাটায় জাতীয় গনহত্যা দিবসে আলোচনা সভা

দেবহাটা, ২৫ মার্চ, এবিনিউজ : দেবহাটায় জাতীয় গনহত্যা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

বক্তারা ২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবসের সেই ভয়ঙ্কর কালরাতের কথা তুলে ধরে দিনটিকে যথাযথভাবে পালনের জন্য সকলের নিকট আহবান জানান।

এবিএন/ আর.কে.বাপ্পা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত