![ফুলবাড়ীতে ২ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/abnews-24.bbbbbbbbbb_132019.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২৫ মার্চ, এবিনিউজ: ফুলবাড়ীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে। আটককৃত দুই মাদক চোরাকাররী’র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ সুত্রে জানা গেছে,এস আই মহুবর রহমানের নের্তৃত্বে একদল পুলিশ সদস্য রোববার ভোরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ওয়াবদার পাড় এলাকায় দুই মাদক চোরাকাররীকে ধাওয়া করে । পরে দুই মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করে তাদেরকে থানায় নিয়ে আসা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন,উপলোর কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত আনছার আলীর ছেলে ওবাইদুল হক(৪২) ও একই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে সফিকুল ইসলাম(৩২)। এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা