![সল্পোন্নত থেকে উত্তরণের যোগ্যতা অর্জনে সিরাজগঞ্জে আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/abnews-24.bbbbbbbbbbb_132021.jpg)
সিরাজগঞ্জ, ২৫ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে সদর উপজেলার সয়দাবাদে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নর্থ ওয়েষ্ট পাওয়া জেনারেশন কোম্পানি লিমিডেটের হলরুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এ সংস্থার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিকুল ইসলামের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নর্থ ওয়েষ্ট পাওয়া জেনারেশন কোম্পানির লিমিটেড ইউনিট-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃঞ্চপদ মালোসহ নর্থ ওয়েষ্ট পাওয়া জেনারেশন কোম্পানির অন্যন্য কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ, মাঠ পরিদর্শণ ও পরামর্শ প্রদান করা হয়। ডা. মো.গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে রক্তদানের মধ্য দিয়ে শুরু হয় মেনগেইটের উপরে ইলেক্ট্রিক বিলবোর্ড, দেড় কিলোমিটার রাস্তা জুড়ে পতাকা ও নর্থ ওয়েষ্ট পাওয়া জেনারেশন-১এ আলোকসজ্জায় মুখরিত করে তোলা হয়। বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার সব সেক্টরে উন্নয়ন করে যাচ্ছেন। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছেন।
২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ্য বাস্তবায়নে এই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বালাটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। দেশের প্রায় ৯০ ভাগ মানুষই বিদ্যুৎ পেয়ে গেছেন। এখন ১০ ভাগ মানুষও বিদ্যুৎ পাবেন। সেদিকে লক্ষ্য রেখেই সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন।
এবিএনএস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা