বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়ীতে জনসচেতনতামূলক সভা ও মেডিক্যাল ক্যাম্পেইন
তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে

ফুলবাড়ীতে জনসচেতনতামূলক সভা ও মেডিক্যাল ক্যাম্পেইন

ফুলবাড়ীতে জনসচেতনতামূলক সভা ও মেডিক্যাল ক্যাম্পেইন

ফুলবাড়ী (দিনাজপুর), ২৫ মার্চ, এবিনিউজ: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে সীমান্ত এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন এবং জনসচেতনতামুলক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আজ ২৫ শে মার্চ সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২৯ বিজিবির আওতায় তাজপুর বিওপি সংলগ্ন তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসচেতনতামুলক সভা এবং মেডিক্যাল ক্যাম্পেইন বিষয়ে এক আলোচনাসভা পুন্ট্রি ইউপি চেয়ারম্যান মোঃ নুরে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও জনসচেতনতামুলক সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মওলানা মোহাম্মদ আব্দুল খালেক।

জনসচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম মোঃ রেজাউর রহমান (পিএসসি), তিনি এলাকার লোকজনের উদ্দেশ্যে বলেন, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দেশ হতে নির্মুল করতে হবে। এলাকার প্রত্যেকটি পরিবারকে সচেতন হতে হবে যাতে করে শিক্ষিত যুবকেরা মাদকের দিকে ধাবিত না হয়। কারণ এই যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ। সরকার যুবকদেরকে তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সব রকম সহযোগিতা করে যাচ্ছে।

আমরাও শিক্ষিত বেকার যুবকদেরকে আগামী দিনে পদ প্রদর্শক করতে চাই। তাই আজ থেকে আপনারা শপথ নিন, যাতে সীমান্ত এলাকায় চোরাচালান, নারী পাচার ও মাদক সেবন থেকে বিরত থাকবেন। পাশাপাশি আমরা আপনাদেরকে সব রকম সহযোগিতা করে যাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার মেজর এসএম মাহমুদ হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১০নং পুন্ট্রি ইউপির চেয়ারম্যান মোঃ নুরে কামাল, চিরিরবন্দর থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম,এলাকার বিশিষ্ট্য ব্যক্তিবর্গ মোঃ জাহিদ চৌধুরী, কমলপুর মাদ্রাসার সহকারী সুপার মওলানা জিয়াউর রহমান, ইউপি সদস্য জহির উদ্দিন, ইউপি সদস্য মোঃ হারুন রশিদ বাচ্চু।

এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইন এবং গণসচেতনতামুলক সভায় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি, অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মো: আফজাল হোসেন আমতলী বিওপির সুবেদার মোঃ রফিকুল ইসলাম, তাজপুর বিওপির নায়েক সুবেদার মাহবুব। আলোচনা সভা শেষে মেডিক্যাল অফিসার মেজর এস.এম মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে তাজপুর সীমান্ত এলাকার গরীব ও অসহায় জনসাধারণকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

মেডিক্যাল ক্যাম্পেইন এবং জনসচেতনতামুলক সভায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সামাজিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, দিনাজপুর সেক্টর, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর। জনসচেতনতামুলক সভাটির সার্বিক পরিচালনায় ছিলেন ২৯ বিজিবির ন্যান্সনায়েক মোঃ গোলাম রব্বানী।

এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত