![সুনামগঞ্জে সুবিধা বঞ্চিতদের চিকিৎসাসেবা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/abnews-24.bbbbbbbbbbbbb_132023.jpg)
সুনামগঞ্জ, ২৫ মার্চ, এবিনিউজ: স্বল্পোনত দেশের মর্যাদা এলডিসি হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতিপ্রাপ্ত ও সাফল্যে -২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তের সুবিধা বঞ্চিত ১২৫০ জন মহিলা ও পুরুষকে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান এবং তাদের মধ্যে ঔষধপত্র বিতরণ করা হয়।’
গতকাল শনিবার সদর উপজেলার সীমান্তবর্তী নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উওর পুর্ব রিজিওন সরাইল সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. নাসির উদ্দিন। মিশন উচ্চ বিদ্যালয়ে সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের সার্বিক তত্বাবধানে দিনব্যাপী সীমান্তবর্তী এলাকার সুবিধা বঞ্চিত মহিলা ও পুরুষদের মধ্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও বিনামুলে ঔষধপত্র তুলে দেন বিজিবির মেডিক্যাল অফিসার মেজর মো. আজহারুল আলম সহ ৬ জন চিকিৎসক।’
এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদে পিএসসি সভাপতিত্বে স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থীদের অংশ গ্রহনে স্মার্ট বর্ডার ম্যানেজম্যান্ট, মাদকের কুফল, মাদক চোরাচালান প্রতিরোধ, জঙ্গিবাদ প্রতিরোধ ও সীমান্তবর্তী জনগণের মধ্যে সীমান্ত’র অবৈধ আয়ের নির্ভরশীলতা কমিয়ে আনার লক্ষে কর্মসংস্থান সৃষ্টির জন্য সীমান্তবর্তী জনগণের অংশ গ্রহনে খামার তৈরী ঋণ বিতরণ সহ সার্বিক বিষয়ে জনসচেনতামুলক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার কর্ণেল মো.নাসির উদ্দিন।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা