শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দুপচাঁচিয়ায় গণহত্যা দিবস পালিত

দুপচাঁচিয়ায় গণহত্যা দিবস পালিত

দুপচাঁচিয়া (বগুড়া), ২৫ মার্চ, এবিনিউজ : দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বধ্যভূমি ও গণকবর জিয়ারত, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ রবিবার সকালে পদ্মপুকুর, চৌধুরীবাড়ী, মরাগাংগি বধ্যভূমি ও গণকবরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ উপলক্ষে বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও অফিস সুপার সিরাজুল হক মন্টুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবার রহমান তালুকদার মুকুল, আলহাজ্ব আব্দুল মজিদ, সুজ্জাত আলী, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসসহ এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা অনুিষ্ঠত হয়।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত