শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে মামলা: আটক ১

রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে মামলা: আটক ১

ঝালকাঠি, ২৫ মার্চ, এবিনিউজ: ঝালকাঠির রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে মনির নামের এক সেনা সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাতে রাজাপুর সদরের দক্ষিন বাজার এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এ সময় থানা পুলিশ আটককৃত সেনা সদস্যর কাছ থেকে একটি পিস্তলের কাভার, একটি খেলনা পিস্তল, একজোড়া পায়ে ব্যবহৃত গার্ড ও একটি ছবি জব্দ করেছে।

আটককৃত সেনা সদস্য মনির রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালি এলাকার মৃত আব্দুল হক সিকদারের পুত্র। মনির বর্তমানে রাঙ্গামাটির কাপ্তাই সেনানিবাসে কর্পোরাল পদ এ কর্মরত আছে এবং ইতিপূর্বে সে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবে কর্মরত ছিলেন। বড় কৈবর্তখালি গ্রামের মৃত মকবুল আলী সিকদারের পুত্র মো. মোতালেব সিকদারের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে বলে থানা পুলিশ জানায়।

অভিযোগে মোতালেব সিকদার জানান, ০১৭৩৯-২৬২৪৭৭ ফোন নাম্বর থেকে আমার ব্যবহৃত ফোনে ২২ মার্চ থেকে ২৪ মার্চ রাত ০.৮ ঘটিকা পযর্ন্ত একাদিক বার ফোন করিয়া বলে আমি খুব খারাপ প্রকৃতির লোক,আমার নামে নাকি র‌্যাব-৮ কার্যলয়ে একটি অভিযোগ আছে। আমি মাদক ও অস্ত্রের ব্যাবসা করি এবং জঙ্গিবাদের সাথে জড়িত আছি।আর সেই অভিযোগটি মিমাংসা করতে আমার এক লক্ষ টাকা লাগবে। নগদ বিষ হাজার টাকা দিলে আমার নামে যে অভিযোগটি হয়েছে তাহা দেখাইবে এবং সম্পূর্ন্ন টাকা দিলে অভিযোগটি ছিড়িয়া ফেলবে। আমি তাদের কথা না শুনিলে আমার অনেক বড় ধরনের ক্ষতি হইবে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত হারুন অর রশিদ জানান, আটককৃত সেনা সদস্য মনির এর বিরুদ্ধে চাঁদাদাবি ও প্রতারনার অপরাধে মামলা রুজু করা হয়েছে। সেনা আইনে তার বিচার হবে। সেনাবাহিনির একটি দল আটককৃত মনির কে নিতে আসলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত