![নলছিটিতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_132036.jpg)
ঝালকাঠি, ২৫ মার্চ, এবিনিউজ: ঝালকাঠির নলছিটি থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব রায়াপুর লক্ষীর খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। পড়নে দুটি হাফ হাতা গেঞ্জি (একটি চেক ও একটি লাল) ও গলায় বড় একটি তাবিজ রয়েছে। পানিতে থাকায় লাশটি ফুলে ফেপে উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী শনিবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব রায়াপুর লক্ষীর খালে এক জনের মৃতদেহ ভাসতে দেখে নলছিটি থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা