![ডোমারে স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রীদের সাইকেল প্রতিযোগিতা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_132037.jpg)
নীলফামারী, ২৫ মার্চ, এবিনিউজ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নীলফামারীর ডোমারে ছাত্রীদের মাঝে বাইসাইকেল চালনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে মিরজাগঞ্জ মহাবিদ্যালয়ের আয়োজনে জোড়াবাড়ী ইউনিয়ন আন্তঃস্কুল ও কলেজ ছাত্রীদের মাঝে এই প্রতিযোগিতা প্রধান অতিথি রাষ্ট্রদুত আমিনুল হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
রাস্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হোসেন সরকারের নির্দেশনায় ও লন্ডন প্রবাসী ফাহমিনা আমিন সরকারের পৃষ্ঠডোষকতায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া সীমানা হতে মিরজাগঞ্জ মহাবিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার দুরত্বের এই সাইকেল চালনা প্রতিযোগীতা তিনটি ভাগে ভাগ করা হয়। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী পর্যন্ত জুনিয়র , ৯ম থেকে ১০ শ্রেনী পর্যন্ত সিনিয়র ও একাদশ থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত কলেজ গ্রুপের মাঝে সাইকেল প্রতিযোগীতায় বিপুল সংখ্যক ছাত্রী অংশ গ্রহন করে।
জুনিয়র গ্রুপে মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেহেরুবা আক্তার প্রথম,হলহলিয়া আর্দশ বিদ্যানিকেতন ২য় ও মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেীসুমী আক্তার তুতীয়স্থান অধিকার করেন।সিনিয়র গ্রুপে মিরজাগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আদুরী আক্তার প্রথম,হলহলিয়া আর্দশ বিদ্যানিকেতনের লিমা আক্তার ও আরজু আক্তার তৃতীয়স্থান অধিকার করেন।কলেজ গ্রুপের মিরজাগঞ্জ মহাবিদ্যালয়ের কেয়া সেন প্রথম,রনি রায় ২য় এবং দিপালী রানী ৩য় স্থান অধিকার করেন।ব্যাতিক্রমী এই প্রতিযোগীতা দেখারজন্য দুর-দুরান্ত থেকে মানুষজন এসে প্রতিযোগীতা অবলোকন করেন।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা