![দু:স্থ মহিলাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_132041.jpg)
ফরিদপুর, ২৫ মার্চ, এবিনিউজ: বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে প্রচারাভিযান ও সেবা সপ্তাহের আওয়াতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদপুরের সহযোগিতায় ও স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা এসো জাতি গড়ি (এজাগ) এর বাস্তবায়নে আজ রবিবার দুপুরে সদর উপজেলার ৩নং নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের হল রুমে ভিজিডি সুবিধাভোগী দু:স্থ মহিলাদের জীবন দক্ষতামূলক এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন। এছাড়াও মহিলাদের সচেতনতা বৃদ্ধির জন্য এইচ আইভি এইডস ও বাল্যবিবাহ রোধ প্রসঙ্গে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন এসো জাতি গড়ি (এজাগ) এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, এসো জাতি গড়ি (এজাগ)এর কোঅর্ডিনেটর লিলি বেগম।
প্রশিক্ষণে ৩০ জন ভিজিডি সুবিধাভোগী দু:স্থ মহিলা অংশ গ্রহণ করেন।
এবিএন/কে.এম.রুবেল/জসিম/তোহা