শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আদমদীঘিতে চুরির অভিযোগে মারপিটে আহত ২

আদমদীঘিতে চুরির অভিযোগে মারপিটে আহত ২

আদমদীঘি (বগুড়া), ২৫ মার্চ, এবিনিউজ: বগুড়ার আদমদীঘি পাইপাড়া গ্রামে গতকাল শনিবার দুপুরে চুরির অভিযোগে দুই ব্যাক্তি ধরে এনে মারপিটে আহত করেন। আহত চান্দু (২০) ও রফিকুল ইসলাম (২৫) কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভতি করায়। এব্যাপারে ইউপি সদস্য হেলাল উদ্দীন মারপিটের ঘটনা স্বিকার করে বলেন তারা এখন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

জানাযায়, আদমদীঘির পাইকপাড়া গ্রামের পশ্চিম মাঠে গভীর নলকুপের সেচ পাম্পের বিদ্যুতিক লাইনের মিটার চুরি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের সেচ পাম্পের মালিক সেকেন্দার, নিপন, ময়েন সহ কতিপয় ব্যাক্তি চান্দু ও রফিকুলকে আটক করে তাদের মারপিট করে আহত করে। এসময় গ্রামবাসী জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এব্যাপারে সেকেন্দার সাথে যোগাযোগ করলে তাদের চর থাপ্পর মারার কথা স্বিকার করেন।

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত