![বাগমারা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/sova_abnews_132055.jpg)
বাগমারা (রাজশাহী), ২৫ মার্চ, এবিনিউজ : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আগামী নির্বাচন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। তাঁর শেখ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার পত্যয়ে জননেত্রী শেখ হাসিনার বিজয়ের লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আ.লীগ সরকার ছাড়া দেশের জনগণের উন্নয়ন সম্ভব নয়। দেশ ও দশের কল্যাণে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। রবিবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ১৯৯৬ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের কল্যাণে কাজ শুরু করেন। সেই সময় থেকে জরাজির্ণ লাল সবুজের বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে শুরু করে।
তিনি আরো বলেন, দেশ ও দেশের মানুষের স্বাধীনতার জন্য এক মাত্র আ.লীগ কাজ করে চলেছেন। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার পক্ষে কাজ করার পাশাপাশি নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।সভায় উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন- জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মালেক মেহমুদ, রাজশাহী জর্জ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দিন মাস্টার, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল।
আরো উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহপ্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান বুলবুল, আলী আহসান প্রমুখ।
পরে সন্ধ্যায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রীতে গণহত্যার শিকার সেই সব শহীদের স্মরণে স্মৃতি সৌধ আকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি