শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়ীয়ায় গণহত্যা দিবসের র‍্যালি ও অালোচনা সভা

ফুলবাড়ীয়ায় গণহত্যা দিবসের র‍্যালি ও অালোচনা সভা

ফুলবাড়ীয়ায় গণহত্যা দিবসের র‍্যালি ও অালোচনা সভা

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ২৫ মার্চ, এবিনিউজ : অাজ রবিবার বিকেলে গণহত্যা দিবস উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা অাওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়গ প্রদক্ষিণ করে দলীয় কায্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালিপূর্বক এক অালোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা অাওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদ সদস্য অালহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাডভোকেট, উপজেলা অাওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট অাব্দুর রাজ্জাক, এ্যাড. অা. কদ্দুছ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র গোলাম কিবরিয়া, যুবলীগ অাহ্বায়ক অা. কদ্দুছ, যুগ্ন অাহবায়ক মুঞ্জুরুল হক রাসেল, জাহাঙ্গীর অালম, সেচ্ছাসেবক লীগের অাহ্বায়ক কামরুজ্জামা, সাবেক ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা অাওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অামিনুল ইসলাম খাইরুল।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত