
ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : বিশ্বব্যাপী সাইবার হামলা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার জেরে ইরানের ৯ নাগরিক ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর রয়টার্স।
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, অভিযুক্ত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০১৩ সাল থেকে সাইবার হামলা চালিয়ে ১৪৪টি মার্কিন বিশ্ববিদ্যালয় ও অন্য ২১টি দেশের ১৭৬টি বিশ্ববিদ্যালয় থেকে ৩১ টেরাবাইটের বেশি একাডেমিক ও মেধাস্বত্ব চুরি করেছে। যুক্তরাষ্ট্রের ধারণা, এসব হামলার পেছনে ইরান সরকারের যোগসাজশ রয়েছে। তেহরানের হয়ে কাজ করা এসব হ্যাকার ইরান সরকারের নিয়োগপ্রাপ্ত কিনা, সে বিষয়ে সরাসরি কোনো দাবি তোলেনি যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দাবি, হ্যাকাররা মাবনা ইনস্টিটিউটের হয়ে কাজ করেছে। এ প্রতিষ্ঠান ইরানের এলিট মিলিটারি ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডের পক্ষে কাজ করে আসছে।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ৯ ইরানি নাগরিক ও মাবনা ইনস্টিটিউটের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হয়েছে।
মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন জানান, ৯ ইরানি নাগরিককে পলাতক হিসেবে ধরা হয়েছে। এসব ব্যক্তি কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে তথ্য চুরি করেছে। ইরানের বাহিরে গেলেই অভিযুক্ত এসব ব্যক্তিকে গ্রেফতার করা হবে।
মার্কিন বিচার বিভাগ বেশকিছু ইন্টারনেট কোম্পানিকে ইরানের হামলা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার জানায়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে লক্ষ করে সাইবার হামলা চালানোর জন্য মাবনা ইনস্টিটিউটই দায়ী।
২০১৬ সালে ওবামা প্রশাসন কয়েকটি মার্কিন ব্যাংকে সাইবার হামলার জন্য সাত ইরানি নাগরিককে অভিযুক্ত করে। এসব হ্যাকার ইরান সরকারের পক্ষে কাজ করেছিল বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়। তবে এ ঘটনায় কোনো ইরানিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এবিএন/জনি/জসিম/জেডি