বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে ফাতাহ নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফাতাহ নেতার সাক্ষাৎ

ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন বাংলাদেশের জনগণের হৃদয়ে এই ভ্রাতৃপ্রতিম দেশের জন্য বিশেষ স্থান রয়েছে।

ঢাকা সফররত ফাতাহ আন্দোলনের মহাসচিব ও ফিলিস্তিন ফুটবল এসোসিয়েশন ও ফিলিস্তিন অলিল্পিক কমিটির সভাপতি জেনারেল জিবরিল রাজুব আজ সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম বলেন, জেনারেল জিবরিল রাজুব ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

জেনারেল জিবরিল রাজুব সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিন কখনোই আপোস করবে না।

ফাতাহ আন্দোলনের মহাসচিব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির প্রতি বঙ্গবন্ধুর নিঃশর্ত সমর্থনের কথা স্মরণ করে বলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, তিনি ফিলিস্তিনেরও।’

জেনারেল জিবরিল রাজুব বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি জোরালো সমর্থন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ফিলিস্তিন মধ্যপ্রাচ্য সংকটের একটি শান্তিপূর্ণ ও অহিংস সমাধান চায়। কিন্তু ইসরাইল একতরফাভাবে গণহত্যা চালাচ্ছে, এটি অবশ্যই বন্ধ করতে হবে।

দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে জেনারেল জিবরিল রাজুব বলেন, ফিলিস্তিনের অনেক শিক্ষার্থী বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অধ্যয়ন করছে।

তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, নর্দার্ন ফিলিস্তিন কর্তৃপক্ষ সর্বসম্মতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি প্রধান সড়কের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের মরহুম নেতা ইয়াসির আরাফাতের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে বলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা ও তুরস্কের প্রেসিডেন্ট সোলেমান ডেমিরেলের সঙ্গে ইয়াসির আরাফাত ও ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রী জিবরিল রাজুবের মাধ্যমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তাঁর শুভেচ্ছা প্রেরণ করেন।

ইহসানুল করিম বলেন, সাক্ষাৎকালে জেনারেল জিবরিল রাজুব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে ফিলিস্তিন সফর করবেন বলে জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এ সময় উপস্থিত ছিলেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত