![খুলনা জেলা ও মহানগর আ.লীগের জাতীয় গণহত্যা দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/kamal_abnews_132085.jpg)
ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার খুলনা জেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল হোসেন বলেন, ‘ঠিক যে মুহূর্তে বাংলার মানুষ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস এর শহীদদের অশ্রুজলে স্মরণ করছে, ঠিক সময় বিএনপি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মামলায় যুদ্ধাপরাধীদের পক্ষের জামাতের লবিস্ট লর্ড কার্লাইলে মত্ত। ঠিক যে মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত, ঠিক সেই মুহূর্তে বিএনপি পাকিপ্রেমে বুদ হয়ে দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। গণহত্যাকারী এবং তাদের মদদদাতা; এদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে, জানাতে হবে। কেননা, পাকিস্তানের তাবেদারগোষ্ঠী এখনও এদেশে রয়েছে, এদের ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে। ওই অপশক্তিই শেখ হাসিনার এগিয়ে যাবার বাংলাদেশকে পিছিয়ে নিতে চায়।’
খুলনা মহানগর আওয়ামী লীগ এর সভাপতি তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. চিশতী সোহরাব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. কাজী বাদশা, মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলু, খুলনা মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল প্রমুখ।
এবিএন/মাইকেল/জসিম/এমসি