
ঢাকা, ২৫ মার্চ, এবিনিউজ : ৩৯তম বিসিএসে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি বলছে, শিগগিরই এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হাতে পাইনি। এটি পেলে দ্রুততম সময়ের মধ্যে ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত শনিবার প্রকাশিত প্রজ্ঞাপনে জানা যায়, ৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
এবিএন/জনি/জসিম/জেডি