শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হাটহাজারীর নাজিরহাটে গণহত্যা দিবস পালিত

হাটহাজারীর নাজিরহাটে গণহত্যা দিবস পালিত

হাটহাজারী(চট্টগ্রাম) , ২৬ মার্চ, এবিনিউজ : হাটহাজারী উপজেলার নাজিরহাট পুরাতন বাসস্টেশন সংলগ্ন গণকবরে নির্মিত স্মৃতি সৌধে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে।

গতকাল রবিবার ২৫ মার্চ সকাল দশটায় খতমে কোরআন ও আলোচনা সভা শেষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।

এ উপলক্ষে উপজেলা সহকারী (ভুমি) কমিশনার এসআর আরমান শাকিলের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মুহুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মোঃ সেকান্দর আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমান্ডার মোঃ হোসেন মাষ্টার, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেখ ফজলে রাব্বী, এলজিইডি প্রকৌশলী মোঃ কামারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা সহকারী কমান্ডার সেকান্দর মিয়া, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ফরহাদাবাদের ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, নাজিরহাট কলেজের অধ্যাপিকা হামিদা বেগম, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন মাষ্টার, জেলা ছাত্রলীগের নেতা ডাঃ আলা উদ্দীন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মোঃ মহিন উদ্দীন, মিজান, রায়হান মাহমুদ তানিম, আবু হানিফ, মুন্না প্রমুখ।

এবিএন/মোঃআলাউদ্দীন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত