![দুর্গাপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/durgapursadhinota_132121.jpg)
দুর্গাপুর(নেত্রকোনা) , ২৬ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সুর্য্যদয়ের সাথে সাথে সিনিয়র চৌকি আদালত, সকল সরকারী-কর্মকর্তা কর্মচারী, আইনজীবি সমিতি, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, বিএনপি, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, জালাল হত্যার প্রতিবাদ পরিষদ, প্রেসক্লাব, জালাল উদ্দিন তালুকদার ফাউন্ডেশন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে সুসং ডিগ্রী কলেজ মাঠে সকাল ৮টায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ পরিদর্শন ও সকল মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, এএসপি দুর্গাপুর সার্কেল শাহ্ শিবলী সাদিক, পৌর মেয়র হাজী মাওলানা আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর ২টায় স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিকেলে প্রতিযোগিতামুলক খেলাধুলা শেষে সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, আলোকসজ্জা প্রদর্শন, পুরস্কার বিতরণ ও উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘটবে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/নির্ঝর