শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন

নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন

নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন

নরসিংদী, ২৬ মার্চ, এবিনিউজ : নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ প্রত্যুষ্যে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।

পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, নরসিংদী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল শ্রেণি পেশার মানুষ।

পরে মুসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়াসহ জেলা-উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা ।

নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন

এছাড়া গতকাল সন্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহরের উপজেলা মোড় হতে জেলখানার মোড় পর্যন্ত রাস্তায় দাড়িয়ে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে জেলা প্রশাসন।

এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত