গাজীপুর (ঢাকা), ২৬মার্চ, এবিনিউজ : সেই ভয়াল কালরাতের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে গাজীপুর সিটি পেস্রক্লাবের উদ্যোগে গতকাল রবিবার ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১এর ২৫মার্চ ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর দেশজুড়ে চালানো গণহত্যার বিচার এবং দিনটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানানো হয়।
রবিবার সন্ধ্যায় গাজীপুর সিটি প্রেসক্লাবে সভাপতি মঞ্জুর হোসেন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির সদস্য (দপ্তর) মো. আনিছুর রহমান আরিফ।
সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ঢালী, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আব্দুল বাতেন, মো. মতিউর রহমান, মো. শহীদুল্লাহ মোল্লা, মো. হযরত আলী, মো. মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন ও রেজাউল সরকার আধাঁর প্রমূখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/এনকে