
দৌলতপুর (কুষ্টিয়া), ২৬ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন, স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের কুচকাওয়াজ, খেলাধুলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, পিআইও সাইদুর রহমান, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান প্রমুখ।
এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এছাড়া গোয়ালগ্রাম কলেজ, পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি