মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

কালিহাতীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কালিহাতীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

টাঙ্গাইল, ২৬ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন আয়োজিত নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ সোমবার সুর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারী-কর্মকর্তা কর্মচারী, ও উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠন, জাতীয় পাটি, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

সকাল ৮টায় কালিহাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ পরিদর্শন ও সকল মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লেিগর সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার রশীদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনছার আলী বিকম সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে প্রতিযোগিতামুলক খেলাধুলা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত