![হোসেনপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/26-morch-hosennpur-abnews_132140.jpg)
পলাশবাড়ী (গাইবান্ধা), ২৬মার্চ, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলার হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আজ সোমবার সকাল ৮টায় মেরীরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাখফিরাত কামনা করে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
শহীদ মিনারের পাদদেশে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠন, মেরীরহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, মেরীরহাট উচ্চ বিদ্যালয়, মেরীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেরীরহাট স্কয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল পুস্পমাল্য অর্পন করেন।
পরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজনুর রহমান ময়নুল মাষ্টারের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুস সোবহান সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি আওয়ামী লীগ ধর্মীয় সম্পাদক আফজাল হোসেন, ওয়ার্ড সভাপতি আশকোর আলী, আফছার আলী, আওয়ামী লীগ নেতা আজিজার রহমান, মেরীরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আ. আজিজ মন্ডল, মেরীরহাট স্কয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পরিচালক আবু শাহিন মন্ডল, ইউপি স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আইয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়া ও গোস্তফা মিয়া প্রমুখ।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এনকে