![চিরিরবন্দরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/chirirbandar-sadhinota1_132141.jpg)
চিরিরবন্দর (দিনাজপুর) , ২৬ মার্চ, এবিনিউজ : চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে শহীদ মিনারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, ধারাবাহিকভাবে উন্নতি করে দেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। আর দু’টো ধাপ অতিক্রান্ত হলে আগামী ২০২১ সালের মধ্যে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এজন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।
বিএনপিকে উদ্দেশ্য করে প্রধান অতিথি আরো বলেন, এতিমের টাকা চুরি করলে তো জেলে থাকতেই হবে। রিজভী আহমেদ তো শুদ্ধভাবে বাংলা বলতেই পারেন না। নির্বাচন করতে চাইলে শান্তিপুর্ণভাবে নির্বাচন করতে দেয়া হবে। আমরা ভয় পাই না। জ্বালাও-পোড়াও করলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল দেশ-মাতৃকার যুদ্ধে ও সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। আগামী নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
কুজকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম। কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান শেষে ক্রীড়া ও শিল্পকলা একাডেমির পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চারতলা বিশিষ্ট নব-নির্মিত ভবন উদ্বোধন করে ওই কমপ্লেক্স অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা সভায় পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমদ্দিন গোলাপ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর