![উলিপুর থানা পুলিশের নামকাওয়াস্তে ওপেন হাউজ ডে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/police_abnews_132150.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ২৬ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশের আয়োজনে নামকাওয়াস্তে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল রবিবার থানা পুলিশ প্রশাসন কাউকে না জানিয়ে উপজেলা পরিষদ হল রুমে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে ঐ স্থানে তারিখ ঠিক করা পুরাতন ব্যানার টানিয়ে শুধু ফটোসেশন করেই শেষ করা হয়। কমিউনিটি পুলিশিং সদস্যদের না ডাকায় তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ সময় গণহত্যা দিবসের অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, সহকারি কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার উপস্থিত ছিলেন।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোন্নাফ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের বাদ দিয়ে কেন গোপনে এ সমাবেশ করলেন আমাদের বুঝে আসছে না।
থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্ল্যা আল সাইদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওপেন হাউজ ডে’র ব্যানারে উন্নয়ন সেবার আলোচনা সভা করা হয়েছে।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি