বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আড়াইহাজারে মহান স্বাধীনতা দিবস পালিত

আড়াইহাজারে মহান স্বাধীনতা দিবস পালিত

আড়াইহাজার (নারায়নগঞ্জ), ২৬মার্চ, এবিনিউজ : আড়াইহাজারে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বাঙালি জাতির জন্য স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল দিন এটি।

স্বাধীনতার বাঁধনহারা আনন্দে, উৎসবে উদ্বেলিত হওয়ার দিন। যাদের ত্যাগ আর রক্তে অর্জিত এই স্বাধীন ভূখন্ড সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এইদিনে মুক্তির আনন্দে সমৃদ্ধির শপথে মুষ্টিবদ্ধ হওয়া বাঙালি জাতি। আজ সকাল ১০টায় স্থানীয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল মিয়া।

ইউএনও সুরাইয়া খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা মামুন মজুনদার, কৃষি কর্মকর্তা আবদুল কাদির, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, থানা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জল, সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদ, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি শফিকুল ইসলাম শরীফ, সাবেক ভিপি নাঈম মোল্লা, আমির হোসেন, শহীদ উল্যাহ, তরুণ লীগের সভাপতি এইচএম জাকির প্রমুখ।

১৯৭১ সালের এ দিনে স্বাধীনতার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে মুক্তির লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল মুক্তিকামী জনতা। ঘোষণা হয়েছিল বাংলার স্বাধীনতা। নানা আয়োজনে এবার পালিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের।

উৎসবের আনন্দে আড়াইহাজারে পালিত হয়েছে স্বাধীনতার বার্ষিকী। শ্রদ্ধার সঙ্গে আড়াইহাজারবাসী স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি ও স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে পালিত হয়েছে নানা কর্মসূচি।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জাতীয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিনটি উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোক সজ্জিত করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনা করা হয়েছে। এ ছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা, সরকারি মাতৃ ও শিশুসদনসহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত