![উলিপুরে বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/ulipur-map_132152.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ২৬ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে পালন করা হয়েছে।
আজ সোমবার কর্মসূচির মধ্যে ভোর ৬টা ১৫ মিনিটে ৩১ বার তোপধ্বনী এবং কেন্দ্রীয় শহীদ মিনার, একাত্তরের গণকবর ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন, সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ষ্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, কাব, স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠান সংগঠনসমুহের সমাবেশ।
আরো ছিল আনুষ্ঠানিক কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত এবং প্রার্থনা, হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মিলাদ মাহফিল, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ মিনার চত্বরে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বিকেলে ষ্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যা সাড়ে ৬টায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতি” বিষয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল মালেক