![চকরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/pic-1,chakaria-26.03.18_abn_132154.jpg)
চকরিয়া (কক্সবাজার), ২৬মার্চ, এবিনিউজ : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কক্সবাজারের চকরিয়ায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকাল ৬টা ১মিনিটে চকরিয়া পৌরশহরের পুরাতন বিমান বন্দরস্থ শহীদ মিনারের শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ এবং চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরীর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা আওয়া মীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, বিএনপি, চকরিয়া প্রেসক্লাব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
পরে, আজ সকাল ৮টায় চকরিয়া মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী।
এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদশর্নীর মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।
এসময় কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান, উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী।
এছাড়া দিবসটি উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এনকে