![কটিয়াদীতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/mombati_abnews_132158.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ), ২৬ মার্চ, এবিনিউজ : কটিয়াদী উপজেলা প্রশাসন মোমবাতি জ্বালিয়ে 'আলোর মিছিল' করে ১৯৭১ এর ২৫ মার্চের গণহত্যায় শহীদদের স্মরণ করে।
গতকাল রবিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়া, সহকারি কমিশনার (ভূমি) মোঃ গোলাম মোর্শেদ খান, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা জাকির রব্বানী সকল দপ্তরের কর্মকর্তা, ছাত্রলীগ, সাংস্কৃতিক সংগঠনসহ সকল অঙ্গ সংগঘটনের নেতৃবৃন্দ মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করে।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বাসস্ট্যান্ড পুরাতন কোর্ট বিল্ডিং বর্তমান (ভূমি) অফিস সংলগ্ন শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে সুকুমার রায় আবৃত্তি পরিষদের আবৃত্তি, শাশ্বত সংগীত একাডেমীর এবং নজরুল একাডেমীর সদস্যরা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রভাষক শামসুজ্জামান সেলিম।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/এমসি