![সাঘাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/rongpur_abnews24 copy_132159.jpg)
সাঘাটা (গাইবান্ধা), ২৬মার্চ, এবিনিউজ : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এড. ফজলে রাব্বী মিয়া এমপি।
আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সমাজ সেবা অফিসার আবু মোহাম্মদ সুফিয়ান, মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার সামছুল আলম, যুদ্ধকালীন কমান্ডার নাজিম উদ্দিন, আব্দুল জলিল তোতা, সাবেক কমান্ডার দেলোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান মন্ডল, আজাহার আলী প্রমুখ।
এবিএন/আসাদ খন্দকার/জসিম/এনকে