![শেরপুরে সড়ক দুর্ঘনায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/road-accident3_132160.jpg)
শেরপুর (বগুড়া), ২৬ মার্চ, এবিনিউজ : ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর বাজার এলাকায় আজ সোমবার সকালে ট্রকের ধাক্কায় মোটরসাইকেল আরহী আব্দুল কাদের (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তর লাকসাম গ্রামের মনির হোসেনের ছেলে আব্দুল কাদের বেঙ্গল গ্রুপের এসআর এক্সিকিউটিভ পদের দিনাজপুর জেলায় কর্মরত।
বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয় থেকে কাজ শেষে কর্মস্থল দিনাজপুরে যাওয়ার পথে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় পৌছলে পেছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে সজড়ে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি