![শেরপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/pani_abenws_132161.jpg)
শেরপুর (বগুড়া), ২৬ মার্চ, এবিনিউজ : বগুড়া শেরপুরের বিশালপুর বাজার এলাকায় আজ সোমবার দুপুরে পুকুপাড়ে খেলতে গিয়ে হিমু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর গ্রামের মোঃ আনিছুর রহমানের মেয়ে হিমু খাতুন আজ সোমবার বেলা ১১টার দিকে সমবয়সিদের নিয়ে বিশালপুর বাজারের পশ্চিম পার্শ্বে একটি পুকুর পাড়ে খেলা করছিল।
এ সময় হিমুর পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি