রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

চিলমারীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চিলমারীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চিলমারী (কুড়িগ্রাম), ২৬ মার্চ, এবিনিউজ : সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূিচর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

আজ সোমবার দিবসটি পালন উপলক্ষে ৫ টা ৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, প্রেসক্লাব চিলমারী, চিলমারী প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও এনজিও শহীদ মিনারে পুষ্যমাল্য অর্পন করে।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কেন্দ্রিয় কর্মসূচী হিসেবে থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী,অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আঃ হাকিম, অধ্যক্ষ মশিউর রহমান বিলু, ওসি কৃষ্ণ কুমার সরকার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

পওে পুলিশ, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে এতিমখানায় শিশুদের ও হাসপাতালে রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন বনাম উপজেলা একাদশ এর মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপরদিকে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করে।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত