
লালমনিরহাট, ২৬ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলার কালীগঞ্জ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্বরণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।
একই সময় জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
এছাড়া দিনভর বিভিন্ন কর্মসুচীতে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাইদ দুলাল, এ্যাড. সফুরা বেগম রুমি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, জেলা প্রশাসক শাফিউল আরিফ ও পুলিশ সুপার এস এম রশিদুল হক।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি