শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সদরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সদরপুর (ফরিদপুর), ২৬মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুরে বর্ণিল আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে আজ সোমবার সকাল ৭টায় স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ, শহীদ পরিবারে গমন করে সদরপুর ষ্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অপরদিকে দুপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হারিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, এসিল্যান্ড মো. জোবায়ের রহমান রাশেদ, সদরপুর সরকারি কলেজ অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশীদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মাহফুজুল হক, কৃষি কর্মকর্তা মো. ফরহাদুল মিরাজ, মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না।

আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, মহিলা কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, প্রকৌশলী কর্মকর্তা সৈয়দ নিজামদ্দিন আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু এহসান মিয়া, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এবিএন/মো. সাব্বির হাসান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত