![জগন্নাথপুরে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/dibos_abnews_132169.jpg)
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ২৬ মার্চ, এবিনিউজ : জগন্নাথপুরে নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনি ও সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে শহরের পৌর এলাকার শহীদ মিনারে উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুস্প্যমাল্য অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে স্বাধীনতা শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিৎু।
আরো বক্তভ্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি সাফরুজ ইসলাম মুন্না প্রমুখ।
আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মামুন আহমসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/এমসি