
ঢাকা, ২৬ মার্চ, এবিনিউজ : সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রবিবার রাত একটার দিকে নগরীর কীন ব্রিজের দক্ষিণ দিকে কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মাহিদ আল সালাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ব্যক্তিগত কাজে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিদ। একটার দিকে কদমতলী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত থাকে ছুরিকাঘাত করে। এসময় একজন রিকশা চালক ও পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে তাৎক্ষণিক এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
নিহত মাহিদ আল সালাম সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত অ্যাডভোকেট আব্দুস সালাম সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ছিলেন।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার এসআই রিপন দাস বলেন, গভীর রাতে কে বা কারা তাকে কুপিয়েছে তা জানা যায়নি। আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের রহস্য বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এবিএন/মাইকেল/জসিম/এমসি