শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে স্বাধীনতা দিবস পালিত

গফরগাঁওয়ে স্বাধীনতা দিবস পালিত

গফরগাঁও (ময়মনসিংহ), ২৬ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ৬.১৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভসূচনা করা হয়। পরে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ সকাল ৮টায় ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে একযোগে জাতীয় সংগীত পরিবেশন, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ উদ্বোধন ও সালাম গ্রহণ করেন জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

প্রধান অতিথির ব্যক্তিতায় ফাহমী গোলন্দাজ বাবেল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গফরগাঁও বাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ২৬ র্মাচ আমাদের জাতির আত্ম পরিচয় অর্জনের দিন।

আমি শ্রদ্ধা জানায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীনতা।

জাতির পিতা দেশকে সোনার বাংলা’য় পরিণত করার স্বপ্ন দেখে ছিলেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ।

আর্থ সামাজিক উন্নায়নে বাংলাশে এখন বিশ্বের ‘রোল মডেল’। বর্তমান সরকার ‘ রুপকল্প ২০২১ ’ও রুপকল্প ২০৪১’ ঘোষনা করেছে তা বাস্তবায়নে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার অফিসার ইর্চাজ(ওসি) আবদুল আহাদ খান, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট ডা. কেএম এহসান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমূখ।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত