শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আত্রাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আত্রাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আত্রাই (নওগাঁ), ২৬ মার্চ, এবিনিউজ : নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার আত্রাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল সাড়ে ৮টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

এর আগে সকালে শহীদ মিনারে ফুলদিয়ে শহীদদের শ্রদ্ধা জানান- উপজেলা প্রশাসন, আত্রাই থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সকাল ৮টায় সারাদেশের সঙ্গে তথা মাননীয় প্রধান মন্ত্রীর সঙ্গে লাক্ষ কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

পরে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, ওসি আত্রাই থানা মো. মোবারক হোসেন।

সালাম গ্রহণ অন্তে বেলুন ও পায়রা উড়িয়ে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, ওসি আত্রাই থানা মো. মোবারক হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম-সম্পাদক বরুন কুমার সরকার, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, ইউপি চেয়ারম্যান আফছার আলী, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন,যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক প্রমুখ।

উপজেলা অডিটরিয়াম হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রকার খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/রুহুল আমিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত