![ধামইরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/naogaon-map@abnews_132182.jpg)
ধামইরহাট (নওগাঁ ) , ২৬ মার্চ, এবিনিউজ : নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সোমবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এর আগে সকালে শহীদ মিনারে ফুলদিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, ধামইরহাট থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকরী অফিস, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সকাল ৮.০০ ঘটিকায় সারাদেশের সঙ্গে তথা মাননীয় প্রধান মন্ত্রীর সঙ্গে লাখ কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরে কুচকাওয়াজের সালাম গ্রহন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ দেলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সফিউজ্জামান ভুইয়া। সালাম গ্রহন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ দেলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সফিউজ্জামান ভুইয়া, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল বাকী প্রমুখ।
উপজেলা অডিটরিয়াম হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রকার খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এবিএন/ আব্দুল্লাহ হেল বাকী/জসিম/নির্ঝর