![বাংলাদেশ যতদিন থাকবে কোটা ততদিন থাকবে: এমপি মোতাহার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/26/sova_abnews_132185.jpg)
লালমনিরহাট, ২৬ মার্চ, এবিনিউজ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এম পি বলেছেন, বাংলাদেশ যতদিন থাকবে, চাকুরীতে কোটা ততদিন থাকবে। যারা কোটা বিরোধী আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মাঠে নামতে হবে।
তিনি আজ সোমবার বিকেলে লালমনিরহাটে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, তাদের বংশধর সুবিধা ভোগ করবেন এটা স্বাভাবিক বিষয়।
জেলার হাতীবান্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার অফিস মাঠে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার শহীদ সোহ্রাওয়াদী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও মুক্তিযোদ্ধা সন্তান তফিউজ্জামান জুয়েল।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি